শাহরাস্তিতে নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগকর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:৪১ এএম, ০৮ মে ২০১৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগকর্মী জামাল হোসেন কুমিল্লা  হাসপাতালে মারা গেছেন। রোববার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জম্য চাঁদপুর মর্গে আনা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাগো নিউজকে জানান, শনিবার (৭ মে) নির্বাচনের দিন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ১নং নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে সংঘর্ষ হয়।

এতে জামাল হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাত ১টায় কুমিল্লা প্রেরণ করা হলে ভোরে সে মারা যায়।

ইকরাম চৌধুরী/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।