ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১০ মে ২০১৬

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামে বড় ভাইয়ের চড়-থাপ্পড়-কিল-ঘুষির আঘাতে আজিবর রহমান নামে আরেক ভাই মারা গেছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, দীর্ঘদিন ধরে মজিবর রহমান ও আজিবর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ভাই আজিবর চড় দিলে মজিবরের কনের নিচে আঘাত লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।

আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।