আফরোজা এখন স্বপ্নজয়ী মা


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১০ মে ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা বুলবুল `স্বপ্নজয়ী মা` নির্বাচিত হয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাকে এ বিশেষ সম্মাননা প্রদান করেছে।

স্বপ্নজয়ী মা আফরোজা বুলবুল বলেন, বিশ্ব মা দিবসে ‘স্বপ্নজয়ী মা’ শিরোনামে সারাদেশ থেকে ১৫ জন নারীকে এবারই প্রথম এ পুরস্কার প্রদান করা হয়।

রাজধানীর ইস্কাটন রোড়ের মহিলা বিষয়ক অধিদফতরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আফরোজা বুলবুলের হাতে এ পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এসময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ও মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাহিন আহমেদ চৌধুরী।

তিনি আরো জানান, কালীগঞ্জ শহরের থানা পাড়ার মৃত ইমদাদুল হক বাবলুর সহধর্মিণী আফরোজা বুলবুল তিন মেয়ে সন্তানের জননী। বড় মেয়ে তানিয়া আফরোজ তিথি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে ২০০৬ সালে অনার্স ও ২০০৭ মাস্টার্স প্রথম শ্রেণিতে পাস করেন। তিথি বরিশালের গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।

দ্বিতীয় মেয়ে ফারিয়া আফরোজ দ্যূতি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি বিষয়ে ২০১০ সালে অনার্স ও ২০১১ সালে মাস্টার্স প্রথম শ্রেণিতে পাশ করেন। দ্যূতি বাংলাদেশ পুলিশের ঢাকা এসবি বিভাগের সহকারী পুলিশ কমিশনার। ছোট মেয়ে মারিয়া আফরোজ আঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী।

তিনি আরো বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই। আমার তিন মেয়ে আর এ জন্য আমি কখনো মন খারাপ করিনি। আমার স্বপ্ন ছিল মেয়েদের সুশিক্ষাই শিক্ষিত করা। আমার আজ সত্যি সত্যিই মনে হচ্ছে আমি সফল হয়েছি।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা খাতুন বলেন, আমি মনে করি এই সম্মাননার মাধ্যমে দেশের মা এবং মেয়েরা আরো বেশি এগিয়ে যাওয়ার পথে অনুপ্রাণিত হবেন।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।