ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জের বাহুবলে ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অন্তত ৩০ দোকানপাটে আগুন ও ভাংচুর চালানো হয়। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল।

ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

পুলিশ জানায়, বাহুবল উপজেলর কবিরপুর গ্রামের এক যুবকের কাছে পার্শ্ববর্তী সাতপাড়িয়া গ্রামের এক যুবকের ইজিবাইকের ভাড়া নিয়ে কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাতপাড়িয়া গ্রামের লোকজন কবিরপুর গ্রামের লোকজনকে মারধর করে। এর জেরে রোববার সকাল ১০টা থেকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহাসড়কের পাশে অন্তত ৩০ দোকানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

খবর পেয়ে বাাহুবল থানার পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। পরে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইআরকে/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।