নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের ছোট বাজার এলাকায় জেলা বিএনপির ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বেলা ১১টা থেকে বাবরের নির্বাচনী এলাকা মদন-মোহনগঞ্জ- খালিয়াজুরি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। এতে সমাবেশ স্থল ছাড়িয়ে শহরের প্রধান সড়কে হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ করেন। এ সময় পুরো শহরে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক আনোয়ারুল হক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর মো. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম এবং এস এম মনিরুজ্জামান দুদু। কর্মসূচিতে ১০ উপজেলার ৫ পৌরসভা ও ৮৬ ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তিনি বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াসহ এলাকার প্রচুর উন্নয়ন করেন।

এইচ এম কামাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।