প্রচার-প্রচারণায় মুখর ঝিনাইদহের ৭ ইউনিয়ন


প্রকাশিত: ০৬:৪২ এএম, ১৬ মে ২০১৬

ঝিনাইদহে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও তাদের সমর্থকেরা রাত-দিন চষে বেড়াচ্ছেন প্রার্থীদের বাড়ি বাড়ি।

তফসিল অনুযায়ী, এ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ৭ই মে। বাকি ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। এদের মধ্যে সুরাট ইউনিয়নে কেবলমাত্র আওয়ামী লীগের প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দেয়ায় সেখানে নির্বাচন বাতিল করা হয়েছে।

৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন, মেম্বর সদস্য পদে ২২৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৬৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবারে ঝিনাইদহ সদর উপজেলার ৬৯টি কেন্দ্রে সর্বমোট ১,১৯,৯৬০ জন ভোটার ভোট দেবেন।

Jhenidah-election-photo

এদিকে, প্রচণ্ড গরম উপেক্ষা করে, চেয়ারম্যান, মেম্বর সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাচ্ছেন ভোটারদেও দ্বারে-দ্বারে। রাত-দিন এক করে তারা চালাচ্ছেন প্রচার-প্রচারণা। দিচ্ছেন ভুরি-ভুরি প্রতিশ্রুতি ও আশ্বাস। ভোটাররাও তাদের সমস্যাগুলো বার বার তুলে ধরছেন প্রার্থীদের কাছে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।