বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে নারী আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫

বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে উমে প্রু মারমা (৩৪) নামে এক নারী আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার তারাছা ইউনিয়নের ক্ষেমাগ্রী পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত উমে প্রু মারমা বান্দরবান পৌরসভার বালাঘাটা রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার রোমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী। বান্দরবানে বসবাস করলেও তার বাবার বাড়ি ক্ষেমাগ্রী পাড়ায়।

দুর্বৃত্ত, গুলি, বান্দরবন, নারীবান্দরবানে দুর্বৃত্তের গুলিতে নারী আহত

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সীমান্তবর্তী ক্ষেমাগ্রী পাড়া এলাকায় জুমঘরে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ওই নারী। খবর পেয়ে তাকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়।

রোয়াংছড়ি থানার ডিউটি অফিসার শুভ্র দে বলেন, গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।

নয়ন চক্রবর্তী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।