নোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে জেলাবাসীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের কাছে এ স্মারকলিপি দেয় ‘নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’।

পরিষদের সমন্বয়ক সাইফুর রহমান রাসেল বলেন, ১০ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীর কাছে এটি প্রাণের দাবি। সদর পজেলার পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বিমানবন্দর, স্মারকলিপি, উপদেষ্টা, নোয়াখালীনোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

এসময় নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, আইনজীবী সামসুল ফারুক, সাংবাদিক মোতাসিম বিল্লাহ সবুজ, ইকবাল হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তারেক, জাগ্রত নোয়াখালীর সম্পাদক এ এস এম রেজোয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।