নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২১ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় মোটরসাইকেল, লেগুনা ও লড়ির ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনা-আটপাড়া সড়কে পঞ্চাননপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আমতলা ইউনিয়নের মো. জাকির হোসেন (২৮) ও একই এলাকার মো. শাহপরান।

দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার এসআই মো. আব্দুল জলিল বলেন, জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত শাহপরান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এইচ এম কামাল/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।