শ্রমিকদের কর্মবিরতি

তিনদিন ধরে খুলনা থেকে ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

খুলনায় ট্যাংক-লরি শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। ফলে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে।

জানা যায়, রোববার (২৬ জানুয়ারি) দুপুরে নাশকতার মামলায় খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয়। এর পরপরই বিক্ষোভে নামেন ট্যাংক-লরি শ্রমিকরা। বন্ধ করে দেওয়া হয় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন।

বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. এনাম মুন্সী জানান, বিএনপি অফিস ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত না থাকার পরও শ্রমিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে আলী আজিমকে মুক্তি দেওয়াসহ মামলা প্রত্যাহার না হলে এ আন্দোলন চলবে।

আরিফুর রহমান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।