সিলেটে ১৫ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে সিলেটে ১৫ যুগলের যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) নগরীর আমানউল্লাহ কনভেনশন হলে এই গণবিয়ের আয়োজন করে আর্ন্তজাতিক চ্যারিটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন।

সম্পূর্ণ বিনা খরচে বিয়ে দেওয়া ছাড়াও সংসার জীবন শুরুর জন্য নবদম্পতিদের একটি করে সেলাই মেশিন, ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বলসহ সাংসারিক কাজে ব্যবহার করার নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি। গণবিবাহ অনুষ্ঠানে পাত্র-পাত্রীদের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন।

আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। যৌতুকপ্রথা সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি।

ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবদুল বাছিত বলেন, সমাজে যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আহমেদ জামিল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।