পলকের মুক্তি চেয়ে নাটোরে পোস্টারিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

নাটোরের সিংড়ার বিভিন্ন দেওয়ালে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মুক্তির দাবিসংবলিত পোস্টারিং করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের বাজার, বাসস্ট্যান্ড, চকসিংড়া ও শোলাকুড়া এলাকার দেওয়ালে এসব পোস্টার দেখা যায়।

পোস্টারে লেখা হয়েছে, ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সকল হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানপূর্বক চলনবিলের মাটি ও মানুষের প্রিয় সন্তান জুনাইদ আহমেদ পলকের নিঃশর্ত মুক্তি চাই।’

নাটোরের সিংড়ার বিভিন্ন দেওয়ালে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মুক্তির দাবিসংবলিত পোস্টারিং করা হয়েছে

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পলকের মুক্তির দাবিসংবলিত লিফলেট বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ ছাত্রলীগের ফেসবুক পেজ ও সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের ফেসবুকে অ্যাকাউন্টে শেয়ার করা হয়। পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্যে: সিংড়া উপজেলা ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের মুঠোফোনে কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।