যুগান্তকারী ফাইভ- ডি এআই ইনভার্টার টেকনোলজির যমুনা এসি

বিজ্ঞাপন বার্তা বিজ্ঞাপন বার্তা
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

প্রকৃতিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাছাড়া বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের বিরূপ আচরণের ফলে দিন দিন গরমের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটছে । তাপদাহ থেকে প্রশান্তি পেতে মানুষ এসি কেনে। এ কারণেই ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় যমুনা এসি সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী বিশ্বমানের এসি উৎপাদন ও বাজারজাতকরণ করছে। প্রযুক্তিগত উৎকর্ষতা, ফাইভ ডি, এসি ইনভার্টার টেকনোলজি, বিদ্যুৎ বিল কম হওয়া- এসব কারণে যমুনা এসি মধ্যবিত্ত এমনকি নিম্ন-মধ্যবিত্তের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম।

বিশ্বমানের যমুনা এসি ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে এবং সঠিক তাপমাত্রায় শীতলতার নিশ্চয়তা দেয়। যমুনা এসির জিরো পয়েন্ট ফাইভ ডব্লিউ স্ট্যান্ডবাই পাওয়ার কনজামশন মোড বিদ্যুৎ বিল করবে নিয়ন্ত্রিত ও স্বাভাবিক।

সঠিক এসি বেছে নিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হলো- ক্যাপাসিটি, মূল্য, বিদ্যুৎ সাশ্রয়, বাতাসের গুণগতমান, বাতাসকে শীতল করার দ্রুততা, ওয়ারেন্টি, ইনস্টলেশন এবং সর্বোপরি সার্ভিসিং সুবিধা। আর এইসব বিষয়কে মাথায় রেখেই যমুনা তৈরি করছে অত্যাধুনিক প্রযুক্তির এসি, যা এরইমধ্যে বাজারে গ্রাহকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।

যমুনা স্মার্ট ইনভার্টার এসিতে রয়েছে পিএম টু পয়েন্ট ফাইভ ফিল্টার। এর হাই প্রেশার আয়োনাইজেশন এবং ন্যানো কোল্ড ক্যাটালিস্ট ইলেক্ট্রনিক ডাস্ট কালেক্টিং টেকনোলজি ব্যবহার করে ঘরের ভিতর থাকা ক্ষুদ্রতম (টু পয়েন্ট ফাইভ মাইক্রনস এর নিচে) ধুলিকনা পরিশোধন করতে পারে, যা বাতাসের বিশুদ্ধতা নিশ্চিত করে।

যমুনা এসির কোল্ড প্লাজমা টেকনোলজি- এয়ার আয়োনাইজেশনের মাধ্যমে মানসিক অবসাদ দূর করে ও ঘরকে রাখে সংক্রমণমুক্ত এবং শরীরের প্রাণচাঞ্চল্য বাড়ায়। একই সঙ্গে যমুনা এসির ভিটামিন-সি ফিল্টারের কারণে ত্বকের স্বাভাবিক আদ্রতা বজায় থাকে। যার ফলে ত্বক থাকে সতেজ ও সুরক্ষিত। এছাড়াও যমুনা এসির সিলভার আয়ন ফিল্টার এবং ডিজার্মিং ফিল্টার বাতাসের ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং ঘরের বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। আর এই সবকিছুই একসঙ্গে রয়েছে একমাত্র যমুনা এসিতে, যা নিশ্চিত করে ৯৯ শতাংশ বিশুদ্ধ বাতাস। যমুনা এসির সেলফ ক্লিনিং টেকনোলজি রিমোটের মাত্র একবার ক্লিন বাটনটি চেপে এসির ইভ্যাপোরেটরে জমে থাকা ধূলিকণা ও দূর্গন্ধ দূর করে খুব সহজেই। শক্তিশালী অ্যান্টিভাইরাস ফিল্টার ভাইরাসকে প্রতিহত করে ও এতে থাকা বিল্ট ইন থার্ড ইউভিসি লাইট ৯৯ শতাংশ ভাইরাসকে ধ্বংস করে সুনিশ্চিত করে প্রকৃতির মতোই স্বাস্থ্যকর ও বিশুদ্ধ বাতাস।

আকর্ষণীয় মূল্যছাড়, কিস্তি সুবিধা, জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই সুবিধাসহ যমুনা এসি কিনতে নিকটস্থ প্লাজায় ভিজিট করুন। অনলাইনে কিনতে ভিজিট করুন: www.estorejamuna.com

এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।