পাঁচদিনে আফতাব অটোমোবাইলসের দাম বাড়লো ৪৬ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১০ জুন ২০২৫

মন্দার শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে সম্প্রতি দাপট দেখিয়েছে লোকসানে নিমজ্জিত আফতাব অটোমোবাইলস লিমিটেড। শেষ পাঁচ কার্যদিবসের মধ্যে ৪ দিন কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এতে পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে ৪৬ কোটি টাকার ওপরে বেড়েছে।

এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে থাকায় গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ায় শীর্ষস্থানটিও দখল করেছে এই কোম্পানির শেয়ার।

শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়া এই কোম্পানি লোকসানে নিমজ্জিত হলেও ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। তবে ঘোষিত এই লভ্যাংশের অর্থ বিনিয়োগকারীদের বুঝিয়ে দেয়নি কোম্পানিটি। যে কারণে পচা জেড গ্রুপে স্থান হয়েছে প্রতিষ্ঠানটির। এমনকি সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ীও কোম্পানিটি লোকসানের মধ্যে রয়েছে।

লোকসানে নিমজ্জিত এই কোম্পানির প্রতিটি শেয়ারের দাম শেষ পাঁচ কার্যদিবসে বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা। এতে এই পাঁচদিনে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৪৬ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার ৯৭৮ টাকা।

এর মধ্যে গত সপ্তাহে লেনদেন হওয়া চার কর্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ১৪ দশমিক ৯০ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৯ টাকা ৩০ পয়সায়, যা আগের সপ্তাহের শেষে ছিল ২৫ টাকা ৯০ পয়সা।

এমন দাম বাড়া কোম্পানিটি ১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০২২ ও ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।

এছাড়া ২০২০ ও ২০১৯ সালে ১০ শতাংশ করে নগদ, ২০১৮ সালে ১২ শতাংশ নগদ, ২০১৭ সালে ১৬ শতাংশ নগদ, ২০১৬ সালে ১৫ শতাংশ নগদ ও ২০১৫ সালে ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। অর্থাৎ একসময় কোম্পানিটি বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিতো।

তবে ২০২৪ সাল থেকে কোম্পানিটি লোকসানের মধ্যে রয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে শেয়ারপ্রতি ১ টাকা ৪১ পয়সা লোকসানের পর চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ১ পয়সা লোকসান করেছে।

এই কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৯৯৫টি। এর মধ্যে উদ্যোক্তার কাছে ২৯ দশমিক ৩২ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ৩৯ দশমিক ২২ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ৪৬ শতাংশ আছে।

আফতাব অটোমোবাইলসের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল দেশ গার্মেন্টসের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ। ১২ দশমিক ৩৫ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে এমএল ডাইং।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা সোনালী আঁশের ১১ দশমিক ৮৯ শতাংশ, তিতাস গ্যাসের ১১ দশমিক ১১ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ১০ দশমিক ৭৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১০ দশমিক ৪৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৪০ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯ দশমিক ৪৫ শতাংশ এবং এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৩৫ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।