অর্থবছর ২০২৫-২৬

বাজেটে জন-আকাঙক্ষার প্রতিফলন হয়নি: উন্নয়ন সমন্বয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৪ জুন ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ইতিবাচক জন-আকাঙক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব হয়নি বলে অভিমত দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে জনমুখী খাতে বরাদ্দের ক্ষেত্রে আরও সাহসী হওয়া যেত। বাজেটে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর পাশাপাশি রাজনৈতিক-অর্থনীতির সীমাবদ্ধতার প্রতি সংবেদনশীল থাকার চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে এমন ভাবনা তুলে ধরেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। রাজধানীর বাংলামোটরে উন্নয়ন সমন্বয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মূল প্রবন্ধ উপস্থাপন করে আব্দুল্লাহ নাদভী বলেন, সংকোচনমুখী বাজেট করা হয়েছে। তাই বাস্তবায়নের ক্ষেত্রে সাম্প্রতিক অতীতের ধারা বজায় রাখলে বড় চাপের মুখে পড়বে দেশের অর্থনীতি।

তিনি বলেন, বাজেট সংকোচনমূলক হলেও রাজস্ব আহরণের অযৌক্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় বাজেটের আকার ৬ শতাংশ কমানো হয়েছে। কিন্তু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ শতাংশ বাড়ানো হয়েছে। তবে বিনিয়োগের ধীর গতি, উচ্চ মূল্যস্ফীতি ও সংস্কারের অভাবে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ কমানো হয়েছে। শিক্ষা খাতে নতুন ভবন ও অবকাঠামো নির্মাণে বিনিয়োগ কোথাও কমেছে কোথাও বেড়েছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ সব করা সম্ভব নয়, তবে কিছু সংস্কার হয়নি। এ জন্য আমরা হতাশ হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআরের সাবেক সদস্য আলী আহমদ, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভা প্রধান তাসলিমা আখতার প্রমুখ।

এসএম/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।