এখনই বিকল্প বাজার খোঁজার সময় হয়নি : চীনের রাষ্ট্রদূত
করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশ-চীনের মধ্যকার বাণিজ্যে সাময়িক সমস্যা হতে পারে, তবে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এছাড়া এ কারণে এখনই চীনের বিকল্প বাজার খোঁজার সময় হয়নি বলেও মনে করেন তিনি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে লি জিমিং এ কথা বলেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতে সঙ্গে তিনিও একমত পোষণ করেন।
লি জিমিং বলেন, চীন এক কঠিন সময় পার করছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমদানি ও রফতানিতে করোনাভাইরাসের বড় কোনো প্রভাব পড়বে না। তবে সাময়িক কিছু সমস্যা হতে পারে।
চীনের রাষ্ট্রদূত বলেন, এরই মধ্যে নববর্ষের ছুটি শেষ হয়েছে, চীনারা কাজে ফিরতে শুরু করেছে। সহজেই সবকিছু সামলানো যাবে। তাই এখনই বিকল্প বাজার খোঁজার সময় হয়নি। চীন এখনো আগের মতোই বাণিজ্য খাতে বাংলাদেশকে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে পারবে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, চীন অত্যন্ত আস্থাশীল ও তড়িৎকর্মা রাষ্ট্র। তাদের অনেক মেকানিজম ও বিকল্প পদ্ধতি জানা আছে। যে কারণে তারা খুব শক্তভাবে করোনাভাইরাসকে মোকাবিলা করছে। ঠিক তেমনি তারা বাণিজ্যের দিকটিও গুছিয়ে নিতে পারবে। করোনাভাইরাসের প্রভাবে দুই দেশের বাণিজ্যে তেমন কোনো সমস্যা হবে না।
জেপি/আরএস/এমকেএইচ