জীবাণুমুক্ত বাজারের নিশ্চয়তা দিচ্ছে ‘স্বপ্ন’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে কোভিড-১৯ কে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে উল্লেখ করেছে। এরই সঙ্গে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এই সচেতনতার পূর্বশর্ত জীবাণুমুক্ত থাকা। মানুষের দৈনন্দিন বাজারের স্থানটি যেন জীবাণুমুক্ত থাকে সে বিষয়ে ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে দেশের সবচেয়ে বড় সুপারশপ চেইন ‘স্বপ্ন’। একই সঙ্গে হেক্সাসলসহ সব ধরনের হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ পণ্যে ‘বিশেষ ছাড়’ দিয়েছে স্বপ্ন। শুক্রবার (মার্চ ১৩) থেকে স্বপ্নের আউটলেটে এসব পণ্য ছাড় মূল্যে পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সচেতনতার বিকল্প নেই। এ কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষ করে সবসময় হাত জীবাণুমুক্ত রাখতে বলা হয়েছে।

সম্প্রতি দেশে কয়েকজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপর থেকেই বাজারে হ্যান্ড স্যানিটাইজার, হেক্সাসলের মতো প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। তবে মানুষের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে এবার এসব জীবাণুনাশক পণ্যে স্বপ্ন দিচ্ছে বিশেষ ছাড়।

এছাড়া স্বপ্নের আউটলেটগুলোতে বাড়তি পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে। আউটলেটের দরজা, সেলফ, ফ্রিজসহ যেসব জায়গা মানুষ বেশি ছোঁয় সেগুলো প্রতি ঘণ্টায় কয়েকবার জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্ন করা হচ্ছে। একই সঙ্গে আউটলেটগুলোর মেঝে আরো বেশি জীবাণুমুক্ত করতে কিছুক্ষণ পরপরই পরিচ্ছন্ন করা হচ্ছে। স্বপ্ন’র আউটলেটে কর্মরত কর্মকর্তা এবং বিক্রয়কর্মীদের সর্বোচ্চ পর্যায়ে পরিচ্ছন্ন থাকার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এছাড়া স্বপ্ন’তে প্রবেশের সময়ই স্যানিটাইজার দিয়ে গ্রাহকদের হাত জীবাণুমুক্ত করা হচ্ছে।

jagonews24

এ বিষয়ে স্বপ্নের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির নাসির বলেন, এ সময়ে মানুষের আতঙ্কিত না হয়ে নিজেদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। গ্রাহককে সুস্থ রাখতে স্বপ্ন যেভাবে নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ করছে, একইভাবে এই সময়ও মানুষকে জীবাণুমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা জীবাণুনাশক পণ্যগুলোকে সহজলভ্য করার পাশাপাশি ছাড়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমাদের আউটলেটগুলোকে জীবাণুমুক্ত রাখতে পরিচ্ছন্নতার ওপর ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছি।

এছাড়া আউটলেটে মাছ, মাংস রাখার ক্ষেত্রে স্বপ্ন যে বরফ ব্যবহার করে, সেটি সবসময়ই পরিশোধিত পানি থেকে তৈরি করা হয় এবং মাছ, মাংস সতেজ রাখতে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, যা জীবাণুমুক্ত রাখে খাবার।

এসএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।