২৫ মার্চ নয়, ২৬ থেকে ৪ এপ্রিল শপিংমল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। সরকারি এ সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে বিপণিবিতান বা শপিংমলও বন্ধ থাকবে।

এর আগে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৭ দিনের জন্য শপিংমল বন্ধের সিদ্ধান্তের কথা গত রোববার (২২ মার্চ) জানিয়েছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে এটি পরিবর্তন করা হয়েছে। শপিংমলও ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি জানান, ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৭ দিন শপিংমল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। তাই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলবো। অর্থাৎ ২৫ নয় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত শপিংমল বন্ধ থাকবে। তবে যেসব এলাকায় ২৫ তারিখ বুধবার সপ্তাহিক বন্ধ রাখার নিয়ম রয়েছে তাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

যদিও এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, যেমন- মুদি দোকান, ওষুধের দোকান, খাবারের দোকান খোলা থাকবে বলেও জানান তিনি।

এসআই/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।