বিশ্ব অর্থনীতি চাঙ্গা করতে সহায়তার ঘোষণা দিল জি-২০

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৭ মার্চ ২০২০

করোনার ধাক্কায় মুখ থুবড়ে পড়া বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে এক সঙ্গে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার (৩৭ লাখ ২৭ হাজার কোটি টাকা) অর্থ সাহায়তার ঘোষণা দিয়েছে জি-২০।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশগুলোর মধ্যে বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বেহাল বিশ্ব অর্থনীতির হাল ফেরাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পুরোপুরি সহযোগিতা করা হবে। জি-২০এর অধীন সব তহবিলকে আরও শক্তিশালী করে করোনা মোকাবিলায় সে অর্থ ব্যবহার করা হবে।

কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এতদিন পর্যন্ত জি-২০ বিভিন্ন দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থরক্ষা এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের আন্তঃবাণিজ্যিক সম্পর্কের ভারসাম্য রক্ষাকেই গুরুত্ব দিয়ে এসেছে। কিন্তু এখন সময় এসেছে সামাজিক ও মানবিক দিককে সামনে এনে সহযোগিতা বাড়ানোর।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।