করোনা : কর্মীদের এক দিনের বেতন দেবে আল-আরাফাহ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাংকটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চিকিৎসকদের পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট, টেস্টিং কিট, রেসপিরেটরি ইক্যুইপমেন্ট সরবরাহ এবং কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর সকল কর্মকর্তা-কর্মচারী। তাদের আর্থিক এ সহায়তার পরিমাণ ৮৩ লাখ ১৮ হাজার ৩৪০ টাকা।

উল্লেখ্য , বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৫৬ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৬ জনের। এ ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের পক্ষ থেকে না উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সরকারকে সহায়তা করে যাচ্ছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো।

এসআই/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।