ভারতে সোনার চাহিদা কমতে পারে ৩০ শতাংশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১০ এপ্রিল ২০২০

ইউরোপের বিভিন্ন দেশে তাণ্ডব চালানো প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ক্রমান্বয়ে ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ এশিয়ায়। এই অঞ্চলের বিভিন্ন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার ভারতে নতুন করে একদিনে সর্বোচ্চ ৫৯১ জনকে করোনা সংক্রমিত হিসাবে শনাক্ত করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বড় ধাক্কা খাচ্ছে অর্থনীতি। আর জেরে ভারতে সোনার চাহিদা ৩০ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্চের শুরুতে দেশটিতে সোনার দাম বেড়েছিল। যার জেরে ধাক্কা খেয়েছিল বিক্রি। এরইমধ্যে ভারতীয় চেম্বার অব কমার্সের (ICC) পূর্বাভাস, দেশের সোনার চাহিদা কমবে ৩০ শতাংশ।

ফলে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে চেম্বার অব কমার্স। তারা বলছে, জিডিপিতে ৭ শতাংশ অবদান রয়েছে গহনা শিল্পের। এরসঙ্গে জুড়ে রয়েছে ৫০ লাখ মানুষের রুজিরুটি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।