ইডিএফ থেকে বিদেশিদের পাওনা পরিশোধের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১২ এপ্রিল ২০২০

ব্যাক-টু-ব্যাক এলসির (ঋণপত্র) পেমেন্ট রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ পরিশোধ করার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ বিষয়ক একটি সার্কুলার জারি হয়েছে।

জানা গেছে, রফতানিকারকরা ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে বিদেশ থেকে শিল্পের কাঁচামাল আমদানি করেন। পরে রফতানি প্রক্রিয়া শেষ হলে সমন্বয়ের মাধ্যমে আমদানি বিল পরিশোধ করা হয়। কিন্তু এখন রফতানি বন্ধ। অন্যদিকে বিদেশি ব্যাংকগুলো আমদানি দায় পরিশোধের সময় বাড়াতে নারাজ। তাই এই আমদানির বিল পরিশোধে বিশেষ পুনঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ইডিএফ থেকে অর্থ নিয়ে এলসির বিল পরিশোধ করা যাবে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাক টু ব্যাক এলসির মূল্য ইডিএফ তহবিল থেকে ঋণ নিয়ে পরিশোধ করা যাবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে এটি এক ধরনের বেইল আউট প্যাকেজ। পূর্বের নিয়ম অনুযায়ী ব্যাক টু ব্যাক এলসি খোলার সর্বমোট সময় ছিল ১৮০ দিন। তবে বিশ্ব দুর্যোগের সময়ে এর সঙ্গে যুক্ত করা হয়েছে আরও ১৮০ দিন। অর্থাৎ এখন থেকে ব্যাক টু ব্যাক এলসি খুলতে সময় পাবে ৩৬০ দিন।

এসআই/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।