ক্রেতা-বিক্রেতাদের সচেতনতায় মাঠে ভোক্তা অধিকার
আসন্ন রমজান ও চলমান করোনাভাইরাসে প্রাদুর্ভাবের সময় চাল, ডাল, তেল পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল, সরবরাহ নিশ্চিতে এবং ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বাড়াতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর উত্তর ও দক্ষিণ বাড্ডা ভাটারা থানা এলাকায় এ অভিযান চলছে। অভিযান পরিচালনা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক আফরোজা রহমান, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক শাহনাজ সুলতানা।
অভিযান চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, তেল, আদা, রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা এবং প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে উক্ত পণ্য বিক্রয় না করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের বলা হচ্ছে।
এছাড়া ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হাত ধোয়ার পরামর্শ এবং অযথা বাইরে ঘোরাফেরা না করার জন্য আহ্বান জানাচ্ছেন।
আসন্ন রমজান ও করোনার সংকটময় সময়ে যেসব ব্যবসায়ী ভোক্তাদের জিম্মি করে অধিক মূল্য আদায় করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে অধিদফতরের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।
এসআই/এফআর/পিআর