করোনাভাইরাস : ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের কারণে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৫ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শনিবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ জুন হতে অনুষ্ঠিতব্য ৯১ তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে আইবিবির ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে জনানো হবে।

এসআই/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।