খাদ্য সরবরাহ নিয়ে এসএসপির সেমিনার শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৬ মে ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে খাদ্য সরবরাহের সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় ভার্চুয়াল সেমিনার করবে বেসরকারি প্রতিষ্ঠান সোসাইটি অফ সাপ্লাই চেইন প্রফেশনালস (এসএসপি)।
আগামী শুক্রবার (৮ মে) বিকাল ৩টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে। বুধবার (৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসএসপি।

এতে বলা হয়েছে, খাদ্য ও পানীয় শিল্প বর্তমানে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য সরবরাহকারীদের আরও সচেতন হতে হবে। এজন্য শুক্রবার ভার্চুয়াল সেমিনারে খাত সংশ্লিষ্টরা তাদের নিজস্ব সমস্যা ও উত্তরণের উপায় তুলে ধরবেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের পেশাদার খাদ্য সরবারহকারীদের নিয়ে কাজ করা এসএসপি ২০১৫ সালের প্রতিষ্ঠিত হয়। এটি একটি বেসরকারি অলাভজনক সংগঠন। বর্তমানে সংগঠনটির সাধারণ সদস্য রয়েছে ১৫০ জন এবং নির্বাহী সদস্যের সংখ্যা ৩২ জন। খাদ্য শিল্পের সাপ্লাই চেইনের সঙ্গে জড়িতদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে সংগঠনটি কাজ করে।

এসআই/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।