প্রস্তুতি শতভাগ, তবুও সিদ্ধান্তহীনতায় অ্যাপেক্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৭ মে ২০২০

সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে দেশজুড়ে আউটলেট (শো-রুম) খোলার বিষয়ে শতভাগ প্রস্তুতি নিয়ে রেখেছে অ্যাপেক্স ফুটওয়্যার। তবে ঈদ উপলক্ষে আগামী ১০ মে থেকে শো-রুম খোলা হবে কি-না সে বিষয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি জুতা, ব্যাগ, বেল্টসহ চামড়ার বিভিন্ন পণ্য তৈরি ও বিক্রির এই প্রতিষ্ঠানটি।

আগামী ৯ মে কোম্পানিটির সিনিয়র ম্যানেজমেন্ট টিম আলোচনা করে ঈদের আগে আউটলেট খোলা রাখা বা বন্ধ রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জাগো নিউজকে জানিয়েছেন অ্যাপেক্স ফুটওয়্যারের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ কাজুরি।

এক্ষেত্রে অন্য অর্গানাইজ রিটেইলাররা কী সিদ্ধান্ত নেয় তার ওপর অ্যাপেক্সের আউটলেট খোলা রাখা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

দিলীপ কাজুরি বলেন, আমরা এখনও ফাইনাল ডিসিশন (চূড়ান্ত সিদ্ধান্ত) নেইনি। যারা অর্গানাইজ রিটেইলার তারা যেটা করে, হয় তো আমরাও সেটাই করার দিকে যেতে পারি। সেফটি মেজর (সুরক্ষা ব্যবস্থা) যেখানে মেইন্টেইন করা সম্ভব, ততটুকু রেঞ্জেই হয়তো হতে পারে। তবে ফাইনাল (চূড়ান্ত) কোনো সিদ্ধান্ত আমরা এখনো নেইনি।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্তগুলো খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। অনেক সময় ১-২ ঘণ্টার মধ্যেও পরিবর্তন হচ্ছে। সে জন্য আমরা একটু দেখবো, আজকে কেবল ৭ তারিখ। আমাদের শতভাগ প্রস্তুতি আছে। তবে অন্য অর্গানাইজ রিটেইলার কী করে সেটা দেখা হবে।

‘নিরাপত্তার বিষয়ে যে গাইডলাইন দেয়া হয়েছে, তার সব প্রস্তুতিই আমাদের নেয়া আছে। এমনকি তার থেকে বেশি প্রস্তুতি নেয়া আছে’, বলেন অ্যাপেক্স ফুটওয়্যারের সিএফও।

তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে অন্য প্রতিষ্ঠান ঈদের আগে আউটলেট খোলার সিদ্ধান্ত নিলেও অ্যাপেক্স বন্ধ রাখবে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, যদি সংক্রমণের হার এ রকম বেড়ে যেতে থাকে, সেক্ষেত্রে অন্য রিটেইলার খোলার সিদ্ধান্ত নিলেও, আমরা নাও নিতে পারি।

তিনি আরও বলেন, আমরা দেখেছি যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, পিংক সিটি এরা না খোলার সিদ্ধান্ত নিয়েছে। অর্গানাইজ রিটেইলাররা তো এর মধ্যে রয়েছে। তাছাড়া সারা দেশেও তাদের আউটলেট রয়েছে। আমরা সবকিছুই বিবেচনা করে দেখবো।

ঈদের আগে আউটলেট খুললে কীভাবে খোলা হবে, এমন প্রশ্নের জবাবে দিলীপ কাজুরি বলেন, নিরাপত্তা নির্দেশনা মেনে যে এলাকায় খোলা রাখলে ওরকম ঝুঁকি নেই সেটা আমরা আগে চিন্তা করবো। সেক্ষেত্রে হয় তো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এগুলো পরে চলে যেতে পারে।

এমএএস/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।