ঈদের আগে খুলছে না রমনা ভবন এলাকার কোনো মার্কেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৯ মে ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রাজধানীর রমনা ভবন এলাকার সব শপিংমল ও মার্কেট ঈদুল ফিতরের আগ পর্যন্ত বন্ধ থাকবে।

অর্থনৈতিক দিক বিবেচনায় সরকার আগামীকাল রোববার (১০ মে) থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খুলে দেয়ার ঘোষণা দিলেও শনিবার (৯ মে) এক বার্তায় এ তথ্য জানায় ড্রেস মেকার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সচিব হারুনুর রশিদের পাঠানো বার্তায় বলা হয়েছে, চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে অনেক শপিংমল ও মার্কেটের পাশাপাশি রাজধানীর রমনা ভবন এলাকার সব শপিংমল ও মার্কেটও ঈদের আগ পর্যন্ত বন্ধ থাকবে।

করোনা পরিস্থিতির মধ্যে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত জানিয়ে গত ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ১০ মে থেকে শপিংমল ও দোকানপাট খোলা যাবে। তবে তা বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

সরকারের এ ঘোষণার পর দেশের অন্যতম সেরা দুটি শপিংমল যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য বিবেচনায় রমজান মাসে শপিংমল দুটি খোলা হবে না। পরে একই সিদ্ধান্ত জানায় নিউমার্কেট, মৌচাক ও আনারকলি, গুলিস্তান-ফুলবাড়িয়ার সব পাইকারি মার্কেট।

তবে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলে দেয়া হয়, কেউ চাইলে বন্ধও রাখতে পারেন, কেউ চাইলে সরকারি স্বাস্থ্যবিধি মেনে মার্কেট বা দোকানপাট খুলতেও পারেন।

এসআই/এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।