শুক্রবার ভ্যাটের অফিস খোলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১০ মে ২০২০

ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে আগামী ১৫ মে সপ্তা‌হিক ছুটির দিন শুক্রবার ভ্যাটের সার্কেল অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১০ মে) এনবিআরের সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি ) মো. জামাল হোসেন স্বাক্ষ‌রিত এক আ‌দে‌শে এ নির্দেশনা দেয়া হ‌য়।

নিদেশনায় বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী চল‌তি বছ‌রের এপ্রিলের ভ্যাট রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ মে রাত ১২টা পর্যন্ত। সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ১৫ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ভ্যাট রির্টান দাখিলের সুবিধার্থে ভ্যাট সার্কেলগুলোয় জুমার নামাজের বিরতি রেখে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নি‌র্দেশনা দি‌য়ে‌ছে।

পাশাপা‌শি ক‌রোনা সংক্রান্ত সতর্কতা ও নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পালন করতে কর্মকর্তা‌দের বলা হ‌য়ে‌ছে।

এসআই/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।