হৃদরোগ ইনস্টিটিউটকে ডাস্টবিন দিল ‘সেরা’ ওয়াটার ট্যাঙ্ক
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে ডাস্টবিন দিয়েছে আরএফএল গ্রুপের জনপ্রিয় ওয়াটার ট্যাংক ব্র্যান্ড ‘সেরা’।
সম্প্রতি সেরা ওয়াটার ট্যাংকের পক্ষ থেকে এই ডাস্টবিনগুলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়ামের কাছে হস্তান্তর করা হয়।
সেরা ওয়াটার ট্যাংকের ব্র্যান্ড ম্যানেজার জাকারিয়া খান বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে হাসপাতালে মাস্ক, হ্যান্ড গ্লাভসসহ সুরক্ষা সামগ্রীর ব্যবহার অনেক বেড়েছে। এগুলো যত্রতত্র ফেললে ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ব্যবহৃত এসব সুরক্ষা সামগ্রী ঢাকনাযুক্ত ডাস্টবিনে রাখার পরামর্শ দেয়া হয়। এ কারণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে ১০টি ডাস্টবিন দিয়েছি।’
এফআর/এমএস