এক দিনে বিআরটিএর ফি আদায়ে এনআরবিসি ব্যাংকে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ৩১ মে ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সরকারঘোষিত দীর্ঘ ছুটির পর প্রথম দিনে রেকর্ড পরিমাণ বিআরটিএ'র ফি আদায় করেছে বেসরকারি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক)।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৩১ মে) দেশব্যাপী এনআরবিসি ব্যাংকের বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের) ফি আদায়ের বুথগুলোতে ১০ হাজারেরও বেশি গ্রাহককে সেবা দেয়া হয়, যা এ যাবৎকালের রেকর্ড পরিমাণ ফি আদায়।

বুথগুলোতে গ্রাহকদের জন্য পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য সেবার ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে এনআরবিসি ব্যাংক।

এনআরবিসি ব্যাংক থেকে যানবাহন রেজিস্ট্রেশন ফি, ডিজিটাল নম্বর প্লেট, যানবাহনের ট্যাক্সসহ যাবতীয় যানবাহন সংক্রান্ত ফি এনআরবিসি-বিআরটিএ ফিস কালেকশন বুথের মাধ্যমে গ্রাহক জমা দিতে পারেন।

এসআই/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।