করোনা : পুঁজিবাজারে নির্দেশনা পরিপালনে ছাড়
করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে কমিশনে যেকোনো স্টেটমেন্ট, রিপোর্ট, রিটার্ন, ডকুমেন্ট বা ইনফরমেশন জমা দেয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ জন্য করোনার কারণে প্রায় ২ মাসের সাধারণ ছুটিকে প্রয়োজনীয় রিপোর্ট দাখিলের জন্য বিবেচনায় না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
ফলে ২৬ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত সময়ে কমিশনে স্টেটমেন্ট, রিপোর্ট, রিটার্ন, ডকুমেন্ট বা ইনফরমেশন জমা না দেয়া হলে তার জন্য আইনগত কোনো ব্যবস্থা নেয়া হবে না।
মঙ্গলবার বিএসইসি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
নির্দেশনায় বলা হয়েছে, কমিশনে যেকোনো স্টেটমেন্ট, রিপোর্ট, রিটার্ন, ডকুমেন্ট বা ইনফরমেশন জমাদানে করোনাভাইরাসের জন্য ঘোষিত সাধারণ ছুটিকে অন্তর্ভুক্ত করা হবে না। ওসব তথ্যাদি জমাদানে সাধারণ ছুটির সময় গণনাবহির্ভূত থাকবে। একইসঙ্গে কমিশন ছাড়াও স্টক এক্সচেঞ্জও কোনো ব্যক্তিকে জমাদানে সাধারণ ছুটির সময়কে অন্তর্ভূক্ত করা হবে না।
এদিকে সাধারণ ছুটির সময়ে কোনো সভা আয়োজন বা কোনো নির্দেশনা পরিপালনের নির্দেশনাও শীথিল করা হয়েছে। অর্থাৎ ওই সময় সভা বা নির্দেশনা পরিপালনের বাধ্যবাধকতা থাকলেও তা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে মূল্য সংবেদনশীল তথ্য এর বাইরে ।
এমএএস/জেডএ/এমএস