চিকিৎসা সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি ও মূল্য বৃদ্ধি না করার আহ্বান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০৭ জুন ২০২০

করোনা মহামারিকালে সাধারণ ওষুধসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম।

রোববার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ব্যবসা একটি মহান পেশা। দেশের এই কঠিন সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উচিত সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই সংকটকালেও মানবিকতা ভুলে মানুষের প্রয়োজনকে জিম্মি করে খুব সহজলভ্য ওষুধেরও কৃত্রিম সংকট তৈরি করে তিন-চারগুণ বেশি দামে বিক্রি করছে। শুধু ওষুধ ব্যবসায়ই নয়, বিভিন্ন খাতে এই প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

বিজ্ঞাপন

মানুষের বিপদ পুঁজি করে মুনাফা আদায় মানবতা বিবর্জিত ও গর্হিত অপরাধ বলে তিনি মন্তব্য করেন। এছাড়া সাধারণ জনগণকে অপ্রয়োজনে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ বা চিকিৎসাপত্র ছাড়া ওষুধ না কেনার আহ্বান জানান তিনি।

চেম্বার সভাপতি এই মহামারির মাঝেও পরিস্থিতি মোকাবিলা, সংক্রমণরোধে জনগণের জীবনযাত্রার নিয়ন্ত্রণ, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সামনে থেকে নেতৃত্ব প্রদান ও কাজ করায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি সব অসাধু তৎপরতা, সিজনাল ব্যবসায়ী ও অতি মুনাফালোভী ব্যবসায়ীদের প্রতিরোধে নজরদারি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে অনুরোধ জানান।

মাহবুবুল আলম জরুরি ওষুধ, কাঁচামাল ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী আমদানির ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে খালাসের ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।