করোনা চিকিৎসায় বাপার ব্যবসায়ীদের ২৪ লাখ টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ এএম, ২২ জুন ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৪ লাখ টাকার অনুদান দিয়েছেন কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) চট্টগ্রামের ব্যবসায়ীরা।

রোববার (২১ জুন) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এ বি এম আজাদের কা‌ছে অনুদানের চেক ও সুরক্ষা সামগ্রী তু‌লে দেয়া হয়। এ‌তে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রে চট্টগ্রাম ফুড ম্যানুফ্যাকচারার্স ওয়েলফেয়ার সোসাইটি।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর বসুন সাহা, সিভিল সার্জন (চট্টগ্রাম বিভাগ) শেখ ফজলে রাব্বি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম পাভেল।

jagonews24

অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বাপার সহ-সভাপতি এবং হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের সিইও ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, বনফুল ও কিশোয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, থাই ফুডের কর্ণধার মাইকেল দে, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি মোর্শেদ ও আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে সিইও মাওলানা ফরিদ উদ্দিন জমির।

অনুষ্ঠা‌নে বাপার পক্ষ থে‌কে জানা‌নো হয়, করোনার প্রারম্ভিক সময় হতে সংগঠনের সকল সদস্য তাদের নিজ নিজ পরিমণ্ডলে ত্রাণসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে চট্টগ্রামের হাসপাতালগু‌লোর রোগীদের সেবায় ‘‌চট্টগ্রাম ফুড ম্যানুফ্যাকচারার্স ওয়েলফেয়ার সোসাইটি’ নামে একটি সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের ৪র্থ তলার সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের কাজ সমাপ্তির জন্য ৬ লাখ টাকা এবং সাস্থ্য সামগ্রী ক্রয়ের জন্য ১ লাখ টাকাসহ মোট ৭ লাখ টাকা প্রদান করা হয়।

jagonews24

অপরদিকে চট্টগ্রাম মানাহিল নার্চার জেনারেল হাসপাতালের ৭২ বেডের অবশিষ্ট অক্সিজেন সিস্টেমের কাজ সমাপ্তির জন্য ১৩ লাখ টাকা প্রদান করা হয়। সিভিল সার্জন ও মেট্রোপলিটন পুলিশকে ২ লাখ টাকা ক‌রে মোট চার লাখ টাকার সমমূ‌ল্যের স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হয়।

অনুদা‌নের অ‌র্থের ম‌ধ্যে দুটি হাসপাতালে হিফস পরিবার ১১ লাখ ৫০ হাজার টাকা, বনফুল-কিষোয়ান গ্রুপ পাঁচ লাখ টাকা, থাই ফুড এক লাখ টাকা, ইজিকুক ফুড প্রসেসিং লিমিটেড এক লাখ টাকা, টেকনোলজি করপোরেশন ৫০ হাজার টাকা, চিটাগাং ফ্রুটস্ অ্যান্ড ভেজিটেবল ৫০ হাজার টাকা, এস আর এন্টারপ্রাইজের পক্ষ থেকে ৫০ হাজার টাকাসহ মোট ২০ লাখ টাকা অনুদান এবং প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে চার লাখ টাকার চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

এসআই/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।