রাজধানীর ৩টি হাসপাতালে সুরক্ষা সামগ্রী দিলো প্রাণ-আরএফএল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৭ জুন ২০২০

চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে সুরক্ষা সামগ্রী দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল।

বৃহস্পতিবার (২৫ জুন) প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল করোনা চিকিৎসায় এ তিনটি হাসপাতালকে সার্জিক্যাল মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, গগলস ও হেড ক্যাপ প্রদান করেন। শনিবার (২৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা জিয়াউল হক।

PRAN-1

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচালক ডা. এ কে এম সারওয়ারুল আলম এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার মেজর শেখ মোহাম্মদ ইদি আমিন এসব সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন।

কামরুজ্জামান কামাল বলেন, ‘করোনার এ দুর্যোগে চিকিৎসাকর্মীরা সামনে থেকে লড়াই করছেন। করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়ে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন তারা। তাই চিকিৎসাকর্মীরা যেন নিজেদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে রোগীদের সেবা দিতে পারেন সেজন্য আমরা এসব সুরক্ষা সামগ্রী দিয়েছি’।

PRAN-2

তিনি আরও বলেন, ‘আমাদের এ ক্ষুদ্র প্রয়াস দেশের ক্রান্তিলগ্নে চিকিৎসা সেবায় কিছুটা সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি’।

এর আগে স্বাস্থ্য অধিদফতর, ঢাকা, চট্টগ্রাম ও ভোলার ১২টি হাসপাতালে মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও করোনার নমুনা সংগ্রহের বুথ প্রদান করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। এছাড়া চট্টগ্রামে কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে গ্রুপটি।

এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।