মহামারিকালে পচা কোম্পানির দাপট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৩ জুলাই ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে এক প্রকার মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে দেশের শেয়ারবাজার। ক্রেতা সংকটে ভালো ভালো কোম্পানির শেয়ার দাম অবমূল্যায়িত অবস্থায় পড়ে রয়েছে। এমন পরিস্থিতিতেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাচ্ছে কিছু পচা কোম্পানি।

গেল সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ তিনটি স্থানই দখল করে নেয় পঁচা কোম্পানি বা ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান। বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে না পারায় কোম্পানিগুলোর ঠিকানা জেড গ্রুপে হয়েছে। অথচ এই কোম্পানির শেয়ার কিনতেই এক শ্রেণির বিনিয়োগকারীরা ঝাপিয়ে পড়ছেন।

এর মধ্যে গত সপ্তাহে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে চাহিদার শীর্ষে ছিল জেড গ্রুপের প্রতিষ্ঠান তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের উত্থান ঘটেছে।

কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ১৭ দশমিক ২৪ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৫০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২ টাকা ৯০ পয়সা।

হঠাৎ শেয়ারের এমন দাম বাড়লেও বছরের পর বছর ধরে এ কোম্পানি লোকসানে নিমজ্জিত রয়েছে। ফলে ২০১৫ সালের পর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি বস্ত্র খাতের এই প্রতিষ্ঠানটি। যে কারণে শেয়ারবাজারে ‘জেড’ গ্রুপ বা পচা কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে।

২০১৬ সাল থেকে নিয়মিত লোকসান করা কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনেও বড় ধরনের লোকসানের চিত্র উঠে এসেছে। ডিএসইর মাধ্যমে প্রতিষ্ঠানটি ২০১৯ সালের মার্চ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির লোকসান হয়েছে ৭ কোটি ৬১ লাখ টাকা। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লোকসান দাঁড়িয়েছে ৮৫ পয়সা।

তাল্লু স্পিনিংয়ের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল ‘জেড’ গ্রুপের আরেক প্রতিষ্ঠান তুং হাই নিটিং অ্যান্ড ডাইং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। ২০১৬ সালের পর এ কোম্পানিটি থেকে কোনো ধরনের লভ্যাংশ পায়নি বিনিয়োগকারীরা।

দাম বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জেড গ্রুপের আরেক প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪১ শতাংশ। শেয়ারের এমন দাম বাড়লেও ২০১৭ সালের পর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি।

এ ছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয়া প্রতিষ্ঠানের মধ্যে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২৯ শতাংশ, জিএসকের ৭ দশমিক ৯৩ শতাংশ, পূবালী ব্যাংকের ৭ দশমিক ৬৯ শতাংশ, এমবি ফার্মার ৭ দশমিক ২৭ শতাংশ, বাংলাদেশ সাবমেরি কেবলসের ৬ দশমিক ৫৪ শতাংশ, ফাইন ফুডের ৬ দশমিক ২১ শতাংশ এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ৫ দশমিক ৮৮ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।