রাজশাহী মেডিকেলের চিকিৎসক-নার্সদের পিপিই দিল সোনালী ব্যাংক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের জন্য ২০০টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিয়েছে সোনালী ব্যাংক।
বৃহস্পতিবার ব্যাংকটির রাজশাহীর জেনারেল ম্যানেজারস অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মীর হাসান মোহা. জাহিদ রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমানের কাছে এসব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহীর প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো. শাহাদত হোসেন, জিএম অফিসের এজিএম রথীন্দ্রনাথ চক্রবর্তী, মো. মোর্শেদ ইমাম ও রামেক হাসপাতাল শাখার ম্যানেজার এ বি এম ইকবাল হোসেন।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিএ