সাড়ে ১২ লাখ গ্লাভস দিল মাইডাস সেফটি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৭ জুলাই ২০২০

চট্টগ্রাম ইপিজেডস্থ কানাডিয়ান বহুজাতিক হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারী প্রতিষ্ঠান “মাইডাস সেফটি বাংলাদেশ” (ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড প্রটেকশন লিমিটেড) এর পক্ষ থেকে করোনাকালে সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১২ লাখ ৫০ হাজার পিস মেডিকেল গ্লাভস প্রদান করা হয়েছে।

মাইডাস সেফটির পক্ষ থেকে মেডিকেল গ্লাভসগুলো তুলে দেন প্রতিষ্ঠানের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক অতনু গুপ্ত, ব্যবস্থাপক-সাপ্লাই চেইন মোহাম্মদ আরিফ খান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, সিএমএসডি আবু হেনা মোর্শেদ জামান গ্লাভস বুঝে নেন।

এই সময়ে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মইনুল হোসাইন বলেন, “মাইডাস সেফটি বাংলাদেশ” (ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড প্রটেকশন লিমিটেড) করোনাকালীন সময়ে এইভাবে বাংলাদেশের মানুষের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

“মাইডাস সেফটি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড প্রটেকশন লিমিটেড” ২০১০ সাল থেকে শতভাগ রফতানিমুখি প্রতিষ্ঠান হিসেবে সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।