বাজারে অভিযান, প্রায় ৯ লাখ টাকা জরিমানা
দেশব্যাপী ভোজ্যতেল, চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় নানা অনিয়মে জড়িত থাকায় ১২৬টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বুধবার (৩ মার্চ) অধিদফতরের মহাপরিচালকের প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর কমলাপুর, খিলগাঁও ও মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, রোজিনা সুলতানা ও মো. মাগফুর রহমান।
এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিকালে বেবি ফুড আইটেম বিক্রি এবং টিসিবির সয়াবিন তেলের অবৈধ মজুদ ও বিক্রয়ের জন্য জরিমানা করা হয়। এছাড়া ভোজ্যতেল, চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।
এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রি রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপি ও ইট পরিমাপে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ১২৬টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ইএআর/ইএ