ভবিষ্যতে মহামারি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ১০০ কোটির তহবিল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, স্বাস্থ্যখাতের অর্জনসমূহকে টেকসই করা ও ভবিষ্যতে মহামারির অভিঘাত হতে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা বৃদ্ধির জন্য মানসম্পন্ন গবেষণাভিত্তিক স্বাস্থ্যশিক্ষার সম্প্রসারণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। এজন্য আগামী অর্থবছরেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এসব কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, অভিঘাত হতে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা বৃদ্ধির জন্য মানসম্পন্ন প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক স্বাস্থ্যশিক্ষার সম্প্রসারণ প্রয়োজন। চলতি অর্থবছরে স্বাস্থ্যশিক্ষা ও প্রযুক্তিখাতের গবেষণার উন্নয়নে সমন্বিত স্বাস্থ্যবিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলের জন্য চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে।
তিনি বলেন, তহবিলটি কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞানের নতুন ধারা এবং কলাকৌশল উদ্ভাবনের জন্য ফেলোশিপ এবং অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৌলিক ও প্রায়োগিক গবেষণার কাজে এই তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হবে।
এমইউ/এএএইচ/এএসএম