আইন ও বিচার বিভাগে বরাদ্দ ১৮১৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৩ জুন ২০২১

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। গত অর্থবছরের (২০২০-২১) তুলনায় এবার ৯৯ কোটি টাকা বাড়ানো হয়েছে।

নতুন অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৮১৫ কোটি টাকা। এরমধ্যে সুপ্রিম কোর্টের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে বরাদ্দ করা হয়েছিল এক হাজার ৭৩৯ কোটি টাকা। পরে সংশোধিত হয়ে তা হয় এক হাজার ৭১৬ কোটি টাকা। সেই হিসেবে গত বছরের তুলনায় আইন ও বিচার বিভাগে ৯৯ কোটি টাকা বরাদ্দ বেড়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) মহামারির বাস্তবতায় দাঁড়িয়ে মানুষের জীবন-জীবিকা বাঁচিয়ে অর্থনীতি জাগানোর চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন।

এফএইচ/এএএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।