লকডাউনে খাদ্যপণ্য উৎপাদন চালু রাখতে সরকারের কাছে আহ্বান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৪ জুলাই ২০২১

লকডাউনের সময় বিশেষ বিবেচনায় অত্যাবশকীয় খাদ্যপণ্য উৎপাদন চালু রাখতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)।

বুধবার (১৪ জুলাই) বাপা সাধারণ সম্পাদক মো. ইকতাদুল হক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাপা জন্মলগ্ন থেকেই প্রক্রিয়াজাত কৃষিপণ্য খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাপার বর্তমান সদস্য সংখ্যা ৫৬৯। প্রক্রিয়াজাত কৃষিপণ্য খাত বাংলাদেশের জিডিপিতে ২ শতাংশেরও বেশি অবদান রাখছে। বিশ্বের ১৪৫টিরও বেশি দেশে বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য নিয়মিতভাবে রফতানি হচ্ছে।

করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের জন্য চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এ সময় সকল-প্রকার কলকারখানা বন্ধ থাকবে।

বাপার সদস্যরা চাল, ডাল, আটা, ময়দা, চিড়া, মুড়ি, নুডুলস, তেল, লবণ, দুগ্ধজাত পণ্য, পাউরুটিসহ নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য উৎপাদন, বিপণন ও রফতানির সাথে জড়িত। নিষেধাজ্ঞা আরোপের ফলে এসব পণ্যের উৎপাদন সম্ভব না হওয়ায় ভোক্তার কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছানো সম্ভব হবে না। ফলে দেশে ভয়াবহ খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্যপণ্যের কারখানা দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, যেখানে জনসংখ্যার ঘনত্ব খুব কম। ফলে এসব কারখানা খোলা রাখলে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন চালু রাখা যাবে।

তাছাড়া কারখানা বন্ধ থাকলে এসব পণ্যের রফতানিও ব্যপকভাবে ব্যাহত হবে। বাপার সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও সরকারের সহযোগিতার ফলে প্রথমবারের মতো দেশের কৃষিখাত রফতানিতে এক বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এখন দীর্ঘসময়ের জন্য কারখানা বন্ধ থাকলে এ অগ্রযাত্রা ব্যাহত হবে এবং বর্তমান অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।

এর আগেও কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার সাধারণ ছুটি, লকডাউনসহ নানা পদক্ষেপ নিয়েছিল। তখন সকল ধরনের শিল্প-কলকারখানা স্বাস্থ্যবিধি বজায় রেখে খোলা ছিল। বাপার সদস্যদের উৎপাদিত অত্যাবশকীয় খাদ্যপণ্য উৎপাদন লকডাউনের সময় বিশেষ বিবেচনায় চালু রাখার জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।