কোভিড মহামারি ব্যবসায় নতুন সুযোগ সৃষ্টি করেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

কোভিড মহামারি ব্যবসায় নতুন সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে ভার্চুয়াল মার্কেট প্লেস এবং অনলাইনভিত্তিক বিক্রয় সম্প্রসারণের মতো সুযোগ তৈরি করে দিয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ‘নিউ নরমাল: ব্যবসায়িক সুযোগ’ বিষয়ক ওয়েবিনারে এ কথা বলেন তৈরি পোশাক শিল্প মালিক সমিতি বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান।

চায়না ডেইলি লিডারশিপ রাউন্ডটেবিল এবং এশিয়ার ২০টি দেশের ২৩টি জাতীয় গণমাধ্যমের একটি জোট এশিয়ান নিউজ নেটওয়ার্ক এই ইভেন্টের আয়োজন করে। যেখানে শীর্ষস্থানীয় আঞ্চলিক অর্থনীতিবিদ এবং ব্যবসায়িক নেতারা ২০২২ সালে ব্যবসার ক্ষেত্রগুলোতে প্রত্যাশিত প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ওয়েবিনারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ম্যানিলা এর প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্ক মূল বক্তব্য প্রদান করেন।

ওয়েবিনারে ব্যাংককের মাইনর হোটেলস এর সিইও দিলীপ রাজাকারিয়ার, জাকার্তার ইন্দোফুড এর পরিচালক অ্যাক্সটন সেলিম এবং কুয়ালালামপুরের দ্য স্টার মিডিয়া গ্রুপের সাবেক সিইও ওং চুন ওয়াই প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন। সেশনটি সঞ্চালনা করেন এশিয়া নিউজ নেটওয়ার্কের সম্পাদক পানা জানভিরোজ।

বিজিএমইএ সভাপতি বলেন, ভার্চুয়াল মার্কেটপ্লেস আমাদের প্রবৃদ্ধির একটি বড় উৎস হতে পারে। তবে এর জন্য ব্র্যান্ড ও অন্যান্য স্টেকহোল্ডারদের আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লবের কারণে প্রযুক্তিগত পরিবর্তনগুলো মোকাবেলার জন্য শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিকদের দক্ষতা অর্জন ও দক্ষতার উন্নয়ন গুরুত্বপূর্ণ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের নিজস্ব সামর্থ্য ও সক্ষমতা বিকাশের জন্য ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে স্থাপনের এখনই উপযুক্ত সময়। কোভিড-১৯ এর কারণে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যেহেতু আমরা গর্বের সঙ্গে এলডিসি ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ করেছি, তাই একটি শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ ব্যাকওয়ার্ড লিংকেজ খাত আমাদেরকে ইউরোপের বাজারে ডাবল ট্রান্সফরমেশন রুলস অব অরিজিন মেনে চলতে সহায়তা করবে।

ইএআর/এসএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।