৯ সৌভাগ্যবানের হাতে ব্রেভারের মেগা পুরস্কার


প্রকাশিত: ০৬:০৬ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬
ছবি : আব্দুর রাজ্জাক সরকার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্রেভার মল্ট বেভারেজের সিক্স প্যাক বান্ডেল কিনে মোটরসাইকেল, স্মার্টফোন ও বাইসাইকেল পুরস্কার পেলেন সৌভাগ্যবান ৯ জন।

মঙ্গলবার রাজধানীর হোসেন মার্কেটে মল্ট বেভারেজের সিক্স প্যাক বান্ডেল লাকি কুপনের ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি ১৫০ সিসি মোটরসাইকেল পেয়েছেন অনিক। তার কুপন নম্বর ২৬০৫। দ্বিতীয় পুরস্কার তিনটি স্মার্টফোন পেয়েছেন বিশ্বাস, তারা ও জাহানারা। এছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে পাঁচটি দুরন্ত বাইসাইকেল পেয়েছেন শামীম, তুষার, জাফরি, উজ্জল ও সজীব।

BRAVER

লাকি কুপন ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রেভারের ব্রান্ড ম্যানেজার গিয়াসউদ্দীন সজীব, ইভেন্ট ম্যানেজার আব্দুল হান্নান, ইভেন্ট কো-অর্ডিনেটর নাজমুল হক ও প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়ার সজীব দেবনাথ।

BRAVER

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ-বেভারেজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য এ অফারটি চালু করেছিল। বাণিজ্য মেলায় ব্রেভার মল্ট বেভারেজের সিক্স প্যাক বান্ডেল অফার কিনে একটি লাকি কুপন পেয়েছিলেন ক্রেতারা। সেসব কুপনের ড্র আজ অনুষ্ঠিত হল।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।