আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিকে আধুনিকায়নের বিকল্প নেই

‘আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিকে আধুনিকায়নের কোনো বিকল্প নেই। কৃষি প্রকৌশলীদের ওপরই নির্ভর করবে আগামীর দুর্ভিক্ষ মোকাবিলার শক্তি। যেকোনো খাদ্য ঘাটতি কমাতে কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে। জাতির কৃষিসংক্রান্ত সমস্যা সমাধানে কৃষি প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন করা জরুরি। কৃষিতে বিপ্লব মানেই শিল্পবিপ্লব।’
শনিবার (১৯ নভেম্বর) গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) কৃষি কৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী পেপার উপস্থাপনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন, ‘কৃষিতে বিভিন্ন বিভাগের সমন্বয় করা প্রয়োজন। কৃষি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবে সফল হতে হলে অবশ্যই কৃষি প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন— আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, এস এম মনজুরুল হক মঞ্জু, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহাজান কবীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর মো. মঞ্জুরুল আলম, এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।
আইইবির কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মাে. মোয়াজ্জেম হুসেন ভূইয়ার সভাপতিত্বে ও মিছবাহুজ্জামান চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী মাে. শাহাদাৎ হােসেন (শীবলু)। আরও উপস্থিত ছিলেন ড. কামরুজ্জামান মিলন, শফিকুল ইসলাম শেখ, কামরুল হাসান।
গত বৃহস্পতিবার এ পেপার উপস্থাপন অনুষ্ঠান শুরু হয়ে কৃষি কৌশলবিষয়ক আধুনিক গবেষণাধর্মী ৮০ টি পেপার উপস্থাপিত হয়। দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা এসব পেপার উপস্থাপন করেছেন।
এমএমএ/এমএএইচ/