টাক মাথার চুল গজানোর বিজ্ঞাপনে প্রতারণা, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০২২

টাক মাথায় চুল গজানোর মিথ্যা ও চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করা হতো ক্রেতাদের। আর এভাবেই নিম্নমানের পরচুলা বিক্রি করে আসছিল ‘হেয়ার গ্যালারি বিডি’ নামক একটি প্রতিষ্ঠান।

বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে এই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এরপর প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার।

jagonews24

তিনি বলেন, প্রতিষ্ঠানটি চটকদার মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতো। কিন্তু তাদের প্রতিষ্ঠানের কোনো ট্রেড লাইসেন্স ছিল না। যেসব উপকরণ ব্যবহার করা হচ্ছিল সেগুলো নিম্নমানের। ২০১৫ সালে মেয়াদোত্তীর্ণ আঠাসহ অন্যান্য উপকরণ মিলেছে সেখানে।

এছাড়া প্রতিষ্ঠানটির চুল কেনার ভাউচার নেই। বিক্রির মূল্যও ছিল না। ক্রেতা ভেদে পাঁচ হাজার থেকে ২০ হাজার টাকা নেওয়া হতো।

ভোক্তা অধিদপ্তর বলছে, এই প্রতিষ্ঠানটি থেকে সেবা নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই প্রতারণার শিকার হতেন অনেকে।

এনএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।