প্রাণ-আরএফএল শিল্পপার্কে জার্মান ইঞ্জিনিয়ারিং প্রতিনিধি দল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

ঢাকায় নিযুক্ত জার্মানির ডেপুটি হেড মিশন ইয়ান রলফ ইয়ানোস্কি ও জার্মান ইঞ্জিনিয়ারিং ফেডারেশন-ভিডিএমএ’র ২২ সদস্যের ইঞ্জিনিয়ারিং প্রতিনিধি দল নরসিংদীতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছেন।

রোববার (১৫ জানুয়ারি) তারা শিল্পপার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। প্রতিনিধি দলে ছিলেন ভিডিএমএ-ইন্ডিয়া’র ব্যবস্থাপনা পরিচালক রাজেশ নাথ। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল তাদের কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আরও পড়ুন>>> প্রাণ-আরএফএল-এর শিল্পপার্ক পরিদর্শনে দক্ষিণ সুদানের দুই মন্ত্রী

PRAN-Industrail-Park13.jpg

এর আগে প্রতিনিধি দল কারখানায় প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে একটি বৈঠকে দুপক্ষের মধ্যে প্রযুক্তিসহ ব্যবসার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধি দল কারখানার সার্বিক কার্যক্রম দেখে প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন। ইয়ান রলফ ইয়ানোস্কি বলেন, কারখানায় মানসম্পন্ন পণ্য উৎপাদনে প্রাণ-আরএফএল গ্রুপের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়। পণ্য উৎপাদন সহজ করতে জার্মান প্রকৌশল খাত নিত্য নতুন মেশিনারিজ উদ্ভাবন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উৎপাদন খাতে আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করলে দুপক্ষই অনেক লাভবান হবে।

আরও পড়ুন>>> প্রাণ-এর শিল্পপার্ক পরিদর্শনে কৃষিমন্ত্রী

PRAN-Industrail-Park13.jpg

কামরুজ্জামান কামাল বলেন, আমরা ভোক্তার হাতে মানসম্মত পণ্য পৌঁছে দিতে সবসময় আধুনিক প্রযুক্তি সংবলিত মেশিনারিজ ব্যবহার করে আসছি। বৈঠকে ভিডিএমএ সদস্যদের নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের উপকৃত করেছে।

আরও পড়ুন>>> প্রাণ-আরএফএল শিল্পপার্ক পরিদর্শন করলেন এডিবির ভাইস প্রেসিডেন্ট

অনুষ্ঠানে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার উইং কমান্ডার (অব.) সিদ্দিকুর রহমান ও জেনারেল ম্যানেজার (প্রাণ) তানুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।