বাণিজ্যমেলায় ক্রেতাদের নজর কাড়ছে জয়িতা ফাউন্ডেশন

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২২ জানুয়ারি ২০২৩

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলা উপলক্ষে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে শোভা পাচ্ছে নানা সামগ্রী। তবে মেলায় ব্যতিক্রমী প্যাভিলিয়ন করে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জয়িতা ফাউন্ডেশন। এই প্যাভিলিয়নটিতে শোভা পেয়েছে এক ঝাঁক নারী উদ্যোক্তার তৈরি পণ্য। এসব পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা।

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় জয়িতা ফাউন্ডেশনের প্যাভিলিয়নে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় বাড়ছে ক্রেতা, ছুটির দিনে ভিড় বেশি

জানা যায়, প্যাভিলিয়নটিতে ২৭ নারী উদ্যোক্তার ২৭টি স্টল রয়েছে। এসব স্টলে থ্রি-পিস ৭০০ থেকে সাড়ে ৩ হাজার টাকা, শাড়ি ৯০০ থেকে ৩ হাজার, বাচ্চাদের শার্ট-প্যান্ট ৩৫০ থেকে দেড় হাজার টাকা, মোয়া ১০০-১৪০ টাকা, আচার ৮০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাণিজ্যমেলায় ক্রেতাদের নজর কাড়ছে জয়িতা ফাউন্ডেশন

শিউলি আক্তার নামে এক দর্শনার্থী বলেন, বাণিজ্যমেলার অন্য সব স্টলের চেয়ে জয়িতা ফাউন্ডেশনের স্টল ভিন্ন। তারা সরকারি সহায়তা নিয়ে নারী উদ্যোক্তা তৈরি করে এবং তাদের স্বাবলম্বী করে তোলে। মেয়েদের তৈরি বিভিন্ন পণ্য এখানে বিক্রি হচ্ছে। আমি এখানে উদ্যোক্তা ফরম পূরণ করতে এসেছি। তাদের সুন্দর সৃজনশীলতাকে সাধুবাদ জানাই।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় তার্কিশ প্যাভিলিয়নে মুগ্ধ ক্রেতা-দর্শনার্থীরা

আরিফ হোসাইন নামে এক ক্রেতা বলেন, জয়িতা ফাউন্ডেশনের স্টলে হাতের তৈরি নানা খাবার রয়েছে। আমার স্ত্রী আচার পছন্দ করেন। সেজন্য এখান থেকে ৪০০ গ্রাম বক্সের একটি জলপাই আচার কিনেছি।

প্যাভিলিয়ন ইনচার্জ বিনয় বালা বলেন, আমাদের মূল উদ্দেশ্য নারী উদ্যোক্তা তৈরি করা ও তাদের স্বাবলম্বী করে তোলা। জয়িতা ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোক্তা লোন দেওয়া হয়, যা একজন নারী উদ্যোক্তাকে ব্যবসার পরিধি বিস্তার করতে সহায়তা করবে। প্রতি বছরই বাণিজ্যমেলায় আমাদের প্যাভিলিয়ন থাকে। গতবারের তুলনায় এবার ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি।

বাণিজ্যমেলায় ক্রেতাদের নজর কাড়ছে জয়িতা ফাউন্ডেশন

আরও পড়ুন: ২১ দিনে জরিমানা ৯৪ হাজার টাকা

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এবারে মেলার প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিট কেনা যাবে।

রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।