বাণিজ্যমেলায় প্রভিডেন্সে চলছে ৫০ শতাংশ ছাড়
শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। মেলার মাত্র কয়েকদিন বাকি থাকায় স্টলে স্টলে চলছে ‘আখেরি অফার’। এর ফলে বিভিন্ন জিনিসপত্র কিনে খুশি মেলায় আসা ক্রেতারা। মেলার শেষ মুহূর্তে বিশেষ ছাড়ে প্রভিডেন্সের জামা-কাপড় কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রভিডেন্সের প্যাভিলিয়নে গিয়ে জানা গেছে এ তথ্য।
মেলা উপলক্ষে প্রভিডেন্সের বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। এগুলোর মধ্যে বিশেষ ছাড় দিয়ে জিন্স ১ হাজার ২৪৯ টাকা, পাঞ্জাবি ১ হাজার ২৫০ টাকা, টি-শার্ট ৫৪৯ টাকা, জ্যাকেট ৯০০ টাকা, লেদার জ্যাকেট ৩ হাজার টাকা, হুডি ৬৫০ টাকা, কোর্ট ৩ হাজার টাকা, জুতা ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
তাওহিদ ইসলাম তমাল নামে এক ক্রেতা জানান, পূর্বাচলে বাণিজ্যমেলায় আজ আমি প্রথম এসেছি। এর আগে ঢাকার আগারগাঁওয়ে যাওয়া হতো। বাণিজ্যমেলায় শেষের মুহূর্তে বিক্রেতারা প্রচুর ছাড় দিচ্ছেন। প্রভিডেন্সের শো-রুম দেখে প্রবেশ করে জানতে পারি তারা ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। তাদের লেদার জ্যাকেটগুলোর ডিজাইন খুব আকর্ষণীয়। আমার পছন্দ হয়েছে।
প্যাভিলিয়ন ইনচার্জ ফারহান আহমেদ ফারুক জানান, আমাদের পণ্যগুলো ক্রেতাদের বেশ পছন্দের। বাণিজ্যমেলার শুরুর সময় থেকেই আমাদের শোরুমে প্রচুর ক্রেতা ও দর্শনার্থী ভিড় জমাচ্ছেন। মেলার শেষ মুহূর্তে আমরা ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করছি।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি।
এমএইচআর/এএসএম