বাণিজ্যমেলায় প্রাণের কফি হাউজে ভোজনরসিকদের ভিড়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। শুরুর দিকে ক্রেতা-দর্শনার্থীর চাপ কম থাকলেও গত কয়েকদিন ধরে জমজমাট মেলাপ্রাঙ্গণ। এবারের মেলায় খাবারের স্টল থেকে শুরু করে নানা পণ্যসামগ্রীর স্টল শোভা পেয়েছে। এদিকে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের ‘কফি হাউজে’ চলছে নানা অফার। এতে স্টলটিতে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে মেলায় ‘কফি হাউজ’ এর স্টলে গিয়ে এমন চিত্র দেখা যায়।

মেলা উপলক্ষে স্টলটিতে ১০ শতাংশ ছাড় চলছে। এখানে ফ্রুট ফান জুস ১১৮ টাকা, প্যাকেজ (ব্রেভার ক্যান দুটি, বুল ডোজার ক্যান দুটি, বিস্ক ক্লাব ড্রাই কেক চারপিস) ১৭৫ টাকা, প্রাণ ম্যাংগো বার বক্স তিনশ টাকা, মি. নুডলস ১৪৫ টাকা, এক কাপ কফি ২৫ টাকার পাওয়া যাচ্ছে।

mela-3.jpg

আরও পড়ুন: প্রাণের ফ্যাশন ব্র্যান্ড ‘উইনারে’ চলছে বিশেষ ছাড়

কফি হাউসে খেতে আসা জয়নাল আবেদিন বলেন, বাণিজ্যমেলা প্রায় শেষের দিকে। প্রতি বছর মেলার আয়োজন করা হলেও আসা সম্ভব হয় না। কারণ চাকরিজীবী হওয়ায় ছুটি পাওয়া সম্ভব হয় না। তবে আজ ছুটির দিন থাকায় পরিবার নিয়ে ঘুরতে এলাম। ঘুরোঘুরির ফাঁকে চোখে পড়লো কফি হাউসে। তাই ক্লান্তি দূর করতে খেতে বসলাম। আমার ছেলে আরমান সাধারণত কফি পছন্দ করে না। তবে স্বাদ পেয়ে আজ এখান থেকে দুই কাপ কফি পান করলো।

রাবেয়া আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, অনেকদিন পর বান্ধবীদের নিয়ে বাণিজ্যমেলায় ঘুরতে এসেছি। কফি আমার খুবই পছন্দ। তাই কফি খেতে কফি হাউজে এলাম। খাবারের মান অনুযায়ী দাম তুলনামূলক খুবই কম।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় খাবারপ্রেমীদের পছন্দের শীর্ষে ‘ঝটপট’ স্টল

mela-3.jpg

স্টলটির ইনচার্জ মো. ফারুক জানান, মেলার শুরু থেকেই আমরা ক্রেতা-দর্শনার্থীদের ভালো সাড়া পাচ্ছি। এবারের মেলায় কফি হাউজে কফি ছাড়াও নানা খাবার বিক্রি করছি আমরা। আশা করছি, গতবারের তুলনায় এবার আমরা আরও বেশি মানুষের মন জয় করতে পারবো।

এবারের মেলায় পণ্যের পসরা সাজিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। দুটি প্যাভিলিয়নে ১২০টির মতো নতুন পণ্যসহ প্রায় ছয় হাজার চারশ পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া মেলা উপলক্ষে ১০-৩৫ শতাংশ পর্যন্ত ছাড়।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় মিনিপার্কে মেতেছেন দর্শনার্থীরা

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। এবারে মেলার প্রবেশমূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিট কেনা যাবে।

রাশেদুল ইসলাম রাজু/আরএডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।