বাণিজ্যমেলা

শেষ দিনে ২৫০০ টাকার কোট-ব্লেজার মিলছে এক হাজারে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা নামছে আজ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় শেষ হবে কেনাবেচা। মেলার শেষ দিনে বিক্রি বাড়াতে প্রায় সব স্টলে চলছে আকর্ষণীয় অফার। তবে সবচেয়ে বেশি ছাড়ে বিক্রি হচ্ছে কোট-ব্লেজার। ৫০-৬০ শতাংশ ছাড় চলছে এ পোশাকের স্টলে। মেলার শুরুতে যে ব্লেজার-কোট বিক্রি হচ্ছিল আড়াই হাজার টাকায়, তা এখন মিলছে এক হাজারে। ফলে সেখানে ক্রেতাদের ভিড়ও বেশি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাণিজ্যমেলার বিভিন্ন কোট-ব্লেজারের স্টল ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।

কোট কিনতে আসা শ্রাবণ মুন্সী বলেন, ‘ব্যস্ততার কারণে মেলায় আসা হয়নি। শেষ সময়ে ছাড় থাকায় আজ চলে এলাম। এসেই ৬০ শতাংশ ছাড়ে দুটি কোট কিনলাম।’ আব্দুর রহমান নামে আরেক ক্রেতা বলেন, ‘বন্ধু-বান্ধবদের নিয়ে মেলায় এসেছি। আজ প্রচুর ছাড় চলছে। কম দামে বেশ কয়েকটা ব্লেজার কিনেছি।’

TRADE-FAIR-3.jpg

দেশ কালেকশনের ইনচার্জ আসিফ রহমান বলেন, গতবারের তুলনায় এবার ভালো কেনাবেচা হয়েছে। আজ মেলা শেষ। এখনও কিছু কোট-ব্লেজার বিক্রি হয়নি। বিশেষ ছাড় দিয়ে সেগুলো বিক্রির করে দিচ্ছি।

আরও পড়ুন: শেষ দিনে বাণিজ্যমেলায় ছেলেদের পোশাকে ছাড়

সুমাইয়া ফ্যাশন স্টলের ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, পূর্বাচলের বাণিজ্যমেলায় এবার ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি। আমরা এ পর্যন্ত চারবার বাণিজ্যমেলায় স্টল নিয়েছি। গতবারের তুলনায় এবার ক্রেতা বেশি। শেষ দিনে আমরা সব পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি।

TRADE-FAIR-3.jpg

বাণিজ্যমেলায় এবার ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২ দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এ সংখ্যা ছিল ২২৫টি।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় ক্রেতাদের নজর কাড়ছে ম্যাজিক ব্রাশ

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে বাণিজ্যমেলা। সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা চালু থাকছে। এবার মেলায় প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিটও কেনা যাচ্ছে।

রাশেদুল ইসলাম রাজু/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।